Welcome to our School

K-KNOWLEDGE - জ্ঞান 

     H-HONESTY - সততা

          A-ALLEGIANCE - আনুগত্য

                N-NATIONALITY - জাতীয়তা


Head Teacher Message

শিক্ষা জাতীয় জীবনের আলোকবর্তিকা। শিক্ষার আলো স্বাধীন চিন্তা -চেতনা ও সৃজনশীল কর্মের উদ্দিপক। জীবনমুখী শিক্ষা ধারায় সৃজনশীলতার বিকাশ ও দক্ষ মানব সম্পদ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। শিক্ষার গুনগত মান অর্জনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রসার অপরিহার্য। আমজাদ হোসেন আইডিয়াল স্কুল অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর বিদ্যালয়। এই স্কুলটি ছাত্র/ছাত্রীদের একবিংশ শতাব্দীর উপযোগী করে গড়ে তুলতে প্রতিষ্ঠানের প্রতিটি সদস্য নিরলস চেষ্ঠা করে যাচ্ছেন। সময়ের পরিক্রমায় উন্নত প্রযুক্তির সঙ্গে পরিবর্তিত হচ্ছে এখনকার ছাত্র/ছাত্রীরা। ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে এই স্কুলরে ছাত্রছাত্রীরা তথ্য প্রযুক্তির সঙ্গে পরিচিত হচ্ছে। প্রতিদিনের কর্মকান্ডে তথ্য প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করে নিজেদেরকে যোগ্য প্রজন্ম হিসেবে গড়ে তুলছ ...more

প্রতিষ্ঠাতার কথা

সুপ্রিয় এলাকাবাসী ও সম্মানীত অভিভাবক/অভিভাবিকাবৃন্দ আস্সালামু আলাইকুম । ”পড় তোমার প্রভুর নামে’’ । শিক্ষার এই মহান বাণী নিয়ে যাত্রা শুরু করেছিল শিক্ষা ও উন্নয়নের ধর্ম ইসলাম । সেই থেকে শুরু হয়েছে শিক্ষিত জাতি তৈরির মাধ্যমে উন্নত দেশ গড়ার প্রতিযোগিতা । “যে জাতি যত শিক্ষিত,সে জাতি তত বেশি উন্নত” । উন্নত জাতি মানেই উন্নত দেশ , মাথা উঁচু করে দাঁড়াবার যোগ্যতা । উন্নত দেশ গঠনে চাই যেমন শিক্ষিত জাতি তেমনি শিক্ষিত জাতি গঠনে চাই ভালোমানের শিক্ষা প্রতিষ্ঠান ।সে লক্ষ্যেই এলাকার সুধিজনদের পরামর্শে ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়েছে ”আমজাদ হোসেন আইডিয়াল স্কুল এন্ড কলেজ” । ব্যক্তিগত ,পারিবারিক,সামাজিক ও আন্তজার্তিক জীবনে শিক্ষার প্রয়োজনীয়তা অনস্বীকার্য । একমাত্র শিক্ষার মাধ্যমেই বাস্তব জীবনে উন্নতি সাধন স ...more


Talented Student List
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Copyright © 2025 Design By PEOPLES SOFTECH