প্রতিষ্ঠাতার কথা

সুপ্রিয় এলাকাবাসী ও সম্মানীত অভিভাবক/অভিভাবিকাবৃন্দ আস্সালামু আলাইকুম । ”পড় তোমার প্রভুর নামে’’ । শিক্ষার এই মহান বাণী নিয়ে যাত্রা শুরু করেছিল শিক্ষা ও উন্নয়নের ধর্ম ইসলাম । সেই থেকে শুরু হয়েছে শিক্ষিত জাতি তৈরির মাধ্যমে উন্নত দেশ গড়ার প্রতিযোগিতা । “যে জাতি যত শিক্ষিত,সে জাতি তত বেশি উন্নত” । উন্নত জাতি মানেই উন্নত দেশ , মাথা উঁচু করে দাঁড়াবার যোগ্যতা । উন্নত দেশ গঠনে চাই যেমন শিক্ষিত জাতি তেমনি শিক্ষিত জাতি গঠনে চাই ভালোমানের শিক্ষা প্রতিষ্ঠান ।সে লক্ষ্যেই এলাকার সুধিজনদের পরামর্শে ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়েছে ”আমজাদ হোসেন আইডিয়াল স্কুল এন্ড কলেজ” । ব্যক্তিগত ,পারিবারিক,সামাজিক ও আন্তজার্তিক জীবনে শিক্ষার প্রয়োজনীয়তা অনস্বীকার্য । একমাত্র শিক্ষার মাধ্যমেই বাস্তব জীবনে উন্নতি সাধন সম্ভব । সুপ্ত প্রতিভার বিকাশ,যোগ্যতা ও মনুষ্যত্ব অর্জন এবং আধুনিক ঙ্গান-বিঙ্গাননের সাথে পরিচিত করে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য । যে দেশের ৮০ শতাংশ মানুষ গ্রামে বাস করে,তাদের মধ্যে লুকিয়ে আছে অনেক সুপ্ত প্রতিভা ।কিন্তু জীবন-জীবিকা,চিকিৎসা আর শিক্ষা লাভের জন্য শহরমুখী মানুষগুলোর এই গিঞ্জি শহরে হয়তো ঠাঁই হয় না ।আর তখনি অনেক ভাগ্য বঞ্চিত সুযোগ হারা মানুষ গুলো ঝড়ে পড়ে শিক্ষা লাভের সুযোগ হতে ।সেই সব বিষয়ের প্রতি অধিক মনোযোগি ও যত্নবান হয়ে এলাকার গুণীজনদের সাথে নিয়ে গড়ে তুলেছি আপনাদের প্রিয় প্রতিষ্ঠান ”আমজাদ হোসেন আইডিয়াল স্কুল এন্ড কলেজ” । যা আগামী ২০২৩ শিক্ষাবর্ষে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষা ব্যবস্থা চালু করে পর্যায়ক্রমে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা ব্যবস্থা চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে । তাই আপনাদের বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি একবার এসে বিদ্যালয়টি পরিদর্শন করার এবং আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ প্রদানের, যা প্রতিষ্ঠানটির জন্য আশীর্বাদ ও অগ্রযাত্রার পথেয় হবে । সকলের সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করছি । ধন্যবাদান্তে আলহ্বাজ মোঃ আমজাদ হোসেন বিএ প্রতিষ্ঠাতা ও সভাপতি আমজাদ হোসেন আইডিয়াল স্কুল এন্ড কলেজ
Copyright © 2025 Design By PEOPLES SOFTECH