Physical Infrastructure :

.প্রতিষ্ঠানকাল : ১২ সেপ্টেম্বর 2020 খ্রিঃ,

অবস্থান :বহেরার চালা (নতুন বাজার সংলগ্ন), শ্রীপুর পৌরসভা, গাজীপুর।

আয়তন : 0১.00 একর

অবকাঠামো ও অন্যান্য সুবিধা :

1) প্রশাসনিক ভবন।

2) একাডেমিক ভবন।

3) বিজ্ঞান ভবন।

4) ছাত্রী নিবাস।

5) ফল, ফুল ও কাঠের গাছের সমারোহ খেলাধুলার মাঠ।

6) পর্যাপ্ত বই লাইব্রেরী।

7) প্রতিটি শ্রেণি কক্ষ মাল্টিমিডিয়া প্রজেক্টর সমৃদ্ধ।

8) প্রতিটি শ্রেণি কক্ষ সি সি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত।

9) বিদ্যালয়ের সম্পুর্ন ক্যাম্পাস সি সি ক্যামেরার আওতাধীন

10) ছাত্রী কমনরুম।

11) কম্পিউটার ল্যাব।

12) ইন্টারনেট ব্যবহারের সুবিধা ।

13) সুপ্রশস্ত খেলার মাঠ।

14) প্রাচীর দ্বারা বেশিষ্ট স্কুল ক্যাম্পাস।

15) মনোরম পরিবেশ।

Copyright © 2025 Design By PEOPLES SOFTECH